বিজেপি-শাসিত রাজ্যে অত্যাচারিত আদিবাসীরা: বিস্ফোরক মমতা, ভোটে গেরুয়া-গ্যাস বেলুন ফুটো করার বার্তা

0
1

আগেরবার বাঁকুড়ায় দুটো সিট জিতেছে বিজেপি। জেতার পর কী করেছে? বুধবার, বাঁকুড়ার খাতড়ার সভা থেকে বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি-শাসিত রাজ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত আদিবাসীরা- বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

ভোটের আগে হঠাৎ উদয় হয় BJP। আর গ্যাস বেলুন ফোলাতে শুরু করে। ভোট ফুরোলে আর ওদের দেখা মেলে না। এবার বিজেপির সেই গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। খাতড়ার প্রশাসনিক সভা থেকে বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী। তিনি বলেন, বাঁকুড়ায় দু’টি আসনে গতবারও জিতে গিয়েছে বিজেপি। তার পরে আর ওদের দেখেছেন? এবার আবার ভোটের আগে আসবে, গ্যাসবেলুন ফোলাবে। ওই গ্যাস বেলুনে ফুটো করে দিতে হবে।

তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, ভোটের পর আর দুই বিজেপি সাংসদকে দেখা যায়নি। এলাকার মানুষেরা সুবিধা-অসুবিধায় তাঁদের পাশে পাননি বাঁকুড়াবাসী। এবার তাই জবাব দেওয়ার সময় এসেছে। ওদের গ্যাস বেলুন চুপসে দিতে হবে। তাঁর সাফ কথা, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল সরকারই ভরসা। ওরা ভোটের সময় আসবে, আর ভোট ফুরোলেই চলে যাবে। তৃণমূল ৩৬৫ দিন থাকবে আপনাদের পাশে।

এদিন খালিস্তানি মন্তব্যেও বিজেপিকে কড়া আক্রমণ শানান তিনি। তিনি বলেন, “বিজেপি পাগড়ি দেখলেই খালিস্তানি বলে আর মুসলমান দেখলেই বলে পাকিস্তানি! তোমরা তাহলে কী? সেই প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী”।

এ সবের পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদিবাসীদের ধর্মের একটা কোড আছে। আপনি আপনার নিয়ম মতো বিয়ে করেন। হিন্দু, মুসলিমদের আলাদা কোড আছে। এখন বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। কে কোন পোশাক পরবে, কী খাবে তা ওরা ঠিক করে দেবে নাকি? এই প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়। আমরা আদিবাসীদের উপর অত্যাচার হতে দেব না। আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি। আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না।“