মুখ ঢেকে গ্রামবাসীদের ভিড়ে মিশে সন্দেশখালিতে বামপন্থী বিশিষ্টজনেরা

0
2

সম্প্রতি কিছুটা ছদ্মবেশে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ১৪৪ ধারা উপেক্ষা করে সন্দেশখালি ঢুকেছিলেন। কার্যত সেই কৌশলেই এবার ঠিক সন্দেশখালিতে পৌঁছলেন তথাকথিত বামপন্থী বিশিষ্টজনেরা। মঙ্গলবার মুখ ঢেকে গ্রামবাসী সেজে সন্দেশখালি যান তাঁরা।এরপর ঘুরে ঘুরে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শোনার চেষ্টা করেন তাঁরা।

এদিন সকালে অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধী, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়রাও সন্দেশখালি যান। ১৪৪ ধারা জারি থাকায় চারজন করে ভাগে ভাগে নতুনপাড়া, পোলপাড়া এলাকায় পৌঁছন তাঁরা।

পরে ধামাখালিতে পৌঁছে অভিনেতা বাদশা মৈত্র বলেন, “মহিলাদের লড়াইকে কুর্নিশ। সবাইকে বলেছি কোনওভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। সমস্যা সমাধান প্রশাসনকে করতে হবে। আইন মেনেই করবে। বার বার বলেছি কোনও ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে ভেদাভেদ করবেন না।” অশান্তির ঘটনায় অভিযুক্ত সিপিএম সমর্থকদের মুক্তির দাবি জানিয়েছেন বাদশা।