রঞ্জিট্রফিতে নজির গড়লেন মুম্বইয়ের দুই ক্রিকেটার তনুষ কোটিয়ান এবং তুষার দেশপান্দে। ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করলেন তাঁরা। এই আগে রঞ্জিতে এই ঘটনা ঘটেনি। তাদের ব্যাটিং-এর সাহায্যে ৫৬৯ রান করে মুম্বই। বরোদার সামনে লক্ষ্য দাঁড়াল ৬০৬ রান।তবে খেলা ড্র হয়। প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমিফাইনালে পৌঁছে যায় মুম্বই।
এদিন তুষার করেন ১২৩ রান। ৯৫.৩৪ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর এই ইনিংস সাজান ১০টি চার ও ৮টি ছক্কা দিয়ে। এদিকে তুষার ছাড়াও বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ১০ নম্বর ব্যাটার তনুষ কোটিয়ান। তিনি ১০টি চার ও ৪টি ছক্কার উপর ভর করে ১২৯ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন। এর সুবাদে রঞ্জির ইতিহাসে এই প্রথম একই ইনিংসে কোনও দলের ১০ ও ১১ নম্বর ব্যাটার সেঞ্চুরি করলেন।
তুষার এবং তনুষের সৌজন্যে আরও একটি নজির তৈরি হল এদিন। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৭৮ বছরে এই প্রথমবার ১০ ও ১১ নম্বরের ব্যাটার সেঞ্চুরি করলেন। এছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয় বার।
আরও পড়ুন- বিরাটের নেতৃত্ব থেকে সরে যাওয়া নিয়ে ফের একবার মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ?