বিশ্বের অন্যতম ধনকুবেরের ছেলের বিয়ে বলে কথা! তাই একটু ব্যতিক্রম তো হবেই! আগামী ১-৩ মার্চ প্রাক-বিয়ের অনুষ্ঠান। গুজরাটের জামনগরে আম্বানিদের বিলাসবহুল বাগানবাড়িতে আয়োজন করা হয়েছে অনন্ত এবং রাধিকার মার্চেন্টের জমকালো প্রাক বিবাহের অনুষ্ঠান। অনন্তের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে।

এই তিন দিনের অনুষ্ঠানের জন্যে অতিথি তালিকা ১০০০ ছোঁয়া। বলিউড তারকারা তো থাকছেনই সঙ্গে নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন মার্ক জুকারবার্গ, বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা। হাই প্রোফাইল অতিথিদের জন্যে আয়োজন করা হয়েছে আড়াই হাজার খাবারের পদ। প্রি-ওয়েডিং জন্য ইন্দোরের প্রায় ২১ জন শেফের একটি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে ইন্দোরি খাবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্সি, থাই, মেক্সিকান, জাপানিজ খাবারও রাখা হয়েছে।

তিন দিনের জন্য অতিথিদের ২৫০০ ধরনের খাবার পরিবেশন করা হবে। সময় ধরে খাবার সরবরাহ করা হবে। যেমন প্রাতরাশে থাকছে ৭৫ রকমের খাবার। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের। এবং ২৭৫ রকমের পদ থাকবে নৈশভোজে। এরপরেও মধ্যরাতে যদি কারও খিদে পায়, তাঁদের জন্য ৮৫ রকমের পদ গরম গরম সরবরাহ করা হবে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত। অতিথিদের জন্য নিরামিষ খাবারের একটি বিশেষ ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে এক এলাহি রাজকীয় আয়োজন বললেও হয়তো কম হবে।
২০২৩ সালের জানুয়ারি মাসে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত ও রাধিকার। এরপর থেকে রিলায়েন্সের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে রাধিকা মার্চেন্টকে। মার্চে প্রাক বিবাহ সেরে জুলাই মাসের ১২ তারিখ মুম্বইতে রাজকীয় অনুষ্ঠান করে বিবাহ করবেন অম্বানি পুত্র অনন্ত অম্বানি।
আরও পড়ুন- অর্থ দফতরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের তিনটি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের





































































































































