বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি! সোমবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

0
3

সোমবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবারের চেয়ে তাপমাত্রাও কিছুটা কমেছে সোমবার। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একইভাবে বুধবারও ওই জেলাগুলি ভিজতে পারে বলে খবর। মাঝে মঙ্গলবার শুধু বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তবে বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া বজায় থাকবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। সোমবার রবিবারের থেকে তাপমাত্রা (Temperature) কিছুটা কমেছে বলেও জানিয়েছে আলিপুর।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। সেই সঙ্গে জলীয় বাষ্পযুক্ত বাতাস ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। তাই বসন্তেও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। তবে সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।