অশোকনগরে তৃণমূল উপপ্রধানকে গুলি করে খুন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

0
2

লোকসভা ভোটের (Loksabha Election) আগে রাজ্যে ফের খুন এক তৃণমূল নেতা (TMC Leader)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে অশোকনগর বিধানসভার অন্তর্গত গুমা-১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে খুন করে আততায়ী। মৃত তৃণমূল নেতার নাম বিজন দাস (৪৯)। গতকাল, রবিবার রাতে গুমা স্টেশনে সংলগ্ন এলাকায় ঘটনা। তৃণমূল নেতা খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজন দাস। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করায় পরিচিতের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সময় গৌতম দাস নামে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূলের উপপ্রধান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

তৃণমূল নেতার শরীরে দুটি গুলি লেগেছে। তার মধ্যে একটি মাথায় লেগেছে। অভিযুক্ত গৌতম দাসকে খুঁজছে পুলিশ। এর আগেও গৌতমের বিরুদ্ধেই একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। তবে তৃণমূল নেতাকে খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।