অভিযোগ পেলে কড়া পদক্ষেপ: রবিতেও সন্দেশখালিকে আশ্বাস পার্থ-সুজিতের, জনসংযোগে কীর্তনের আসরে ২ মন্ত্রী

0
1

অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবে দল। বঞ্চিতদের জমি ফেরানো হবে। শনিবারের পরে, রবিবারও সন্দেশখালি গিয়ে এই আশ্বাস দিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও সুজিত বসু (Sujit Basu)। ছন্দে ফিরছে সন্দেশখালি। এদিন বেড়মজুরে একটি কীর্তনের আসরে যোগ দেন দুই মন্ত্রী। খোল বাজিয়ে সঙ্গত করেন পার্থ ভৌমিক। নিবীড় জনসংযোগ মাধ্যমে মানুষের মনে আস্থা ফেরানো চেষ্টা করছে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী।

শনিবার, এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের উপর কারও কোনও অভিযোগ নেই। এলাকার কিছু মানুষ অন্যায় করেছিল। তাদের বিরুদ্ধেই মানুষ সরব হয়েছেন। তিনি স্পষ্ট বলেন, আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশ শেখ শাহজাহানের সব বিষয় থেকে দূরে আছে। রাজ্য পুলিশ (Police) তদন্ত করলে বা মাঠে নামলে দশদিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। যেমন হয়েছে উত্তম সর্দার ও শিবু হাজরাদের ক্ষেত্রে। এদিন পার্থ ভৌমিক (Partha Bhowmik) জানান, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে সরিয়ে দিতে দল সময় নেয়নি, সেখানে এরা কারা? কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে দল তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। ইতিমধ্যে উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

সুজিত বসু বলেন, কারও জমি জোর করে দখল করে নেওয়া হলে তা ফেরত দেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: ব্যাটারি ফেটে ভয়াবহ আগুন! নিউ ইয়র্কের আবাসনে ঝলসে মৃত্যু ভারতীয় সাংবাদিকের

এদিন সন্দেশখালির বেড়মজুর এলাকায় অন্য মেজাজে ধরা দেন রাজ্যের দুই মন্ত্রী। ফুলের মালা পরে ঢোল নিয়ে কীর্তন করতে দেখা যায় তাঁদের। দু-হাত তুলে কীর্তন করেন পার্থ-সুজিত। খোল বাজান পার্থ। পরে সুজিত বসু বলেন, এলাকায় যে শান্তি ফিরছে, এটাই তার প্রমাণ। লোকে কীর্তন করছেন। সকাল সকাল আমরাও নাম গান করার সুযোগ পেলাম।