চেন্নাইয়ানে বিরুদ্ধে নামার আগে ফের রেফারিং নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, কী বললেন লাল-হলুদ কোচ?

0
2

আগামিকাল ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। তবে এই ম্যাচে নামার আগে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। আইএসএলের রেফারিদের নিয়ে ক্ষুব্ধ তিনি। কুয়াদ্রাত দাবি করেন, রেফারির ভুলে শেষ তিনটি ম্যাচে পয়েন্ট হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। পরিস্থিতি এমনই হয়েছে যে রাতে ঘুমানোর সময় তাঁর দুঃস্বপ্নে আসছেন রেফারিরা।

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যে রাহুলকুমার গুপ্তা থাকেন। যিনি ক্রিস্টাল জনকে ব্যাখ্যা করছেন যে কেন নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। এটা ভয়ংকর দুঃস্বপ্ন । হাস্যকর। আমাদের এই ধারা পালটাতে হবে। আমি ইতিবাচক দিক থেকেই এটা বলছি।“

কুয়াদ্রাত আরও বলেন, “গত কয়েক বছরে বিভিন্ন দিক থেকে ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে। কিন্তু রেফারিংয়ের দিক থেকে কোনও উন্নতি হয়নি। রেফারিং নিয়ে একটা বড় সমস্যা আছে। আমার মতে, এই মরশুমে রেফারিংয়ের মান ভালো হয়নি। একটা সীমারেখা থাকে। সেই লাইনটা আমরা পেরিয়ে গিয়েছি। রেফারির সেইসব সিদ্ধান্তের প্রভাব যখন ম্যাচের উপরে পড়ে, তখন সেইটা বড় সমস্যার হয়ে দাঁড়ায়।”

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, জয়ের জন্য ভারতের দরকার ১৫২ রান