রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে আউট করে এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। ঘরের মাঠে টেস্টে ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।
অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও কুম্বলের পর পঞ্চম বোলার যিনি ঘরের মাঠে টেস্টে ৩৫০টি-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। এর পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি অশ্বিন আরও একটি নজির গড়েছেন। তিনিই হলেন ভারতের প্রথম বোলার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০টি-র বেশি উইকেট নিলেন। রাজকোট টেস্ট পর্যন্ত ২২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯৯।

এর আগে রাজকোট টেস্টে কেরিয়ারের ৫০০তম উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অশ্বিন। ভারতের দ্রুততম ও দুনিয়ার দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০তম উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন । তাছাড়া অশ্বিন হলেন অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০-টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন।
আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে ড্র করলেও দলের খেলায় খুশি হাবাস







































































































































