জোট নিয়ে তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক, কপালে ভাঁজ বঙ্গ কংগ্রেসের

0
3

পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনে হচ্ছিল ইন্ডিয়া জোটের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। একে একে উত্তরপ্রদেশ, দিল্লির মতো রাজ্যে আসনরফা চূড়ান্ত হয়েছে। বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে আসনরফায় বিশেষ সমস্যা নেই। মহারাষ্ট্রেও রফা চূড়ান্ত হওয়ার পথে। কিন্তু বাংলাতে তার উল্টো ছবি।

আসলে বাংলায় একলা লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসছে না তৃণমূল কংগ্রেস৷ বাংলায় ফের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনায় জল ঢেলে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলায় একলা লড়াই করার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করে দিয়েছেন। সেই অবস্থান বদল করছে না তৃণমূল৷ বরং অসমের বেশ কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করছে৷

যার সারবত্তা হল, এই মুহুর্তে অন্তত কংগ্রেসের সঙ্গে কোনও সন্ধির পথে হাঁটছে না তৃণমূল৷ যার নিট ফল, বাংলায় নতুন করে জোট আলোচনা এই মুহূর্তে বিশ বাঁও জলে৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, বাংলা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিল৷