শাহজাহানের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের ইডির, শহরজুড়ে তল্লাশি

0
1

নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’। এবার আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে শাহজাহান-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। আজ সকাল থেকেই হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED)। এবার জমি সংক্রান্ত মামলায় শাহজাহানকে চিঠি পাঠিয়ে ২৯ ফেব্রুয়ারির সকাল ১১ টার মধ্যে ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিশ জারি হল।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেন। আমদানি-রফতানির ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই দুটি ঠিকানার মালিকের সঙ্গে শাহজাহানের যোগাযোগ ছিল বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার বিরাটিতে চিংড়ির ব্যবসায়ীর বাড়িতেও অভিযানে ইডি।