মহুয়ার ব্যক্তিগত তথ্যপ্রকাশে ইডি-র ওপর স্থগিতাদেশে ‘না’ দিল্লি হাইকোর্টের

0
8

প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রর আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। গোপণ তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশে ইডি-র ওপর স্থগিতাদেশ জারির যে আবেদন করেছিলেন তিনি তা খারিজ করে দিল আদালত। ইডি-র এই ধরনের পদক্ষেপে প্রাক্তন সাংসদকে বিরক্তির সম্মুখিন হওয়ার যে যুক্তি আইনজীবী দেখান তা খারিজ করে দেয় আদালত।

বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অপরাধে ইডি তদন্তের অধীন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। তবে তদন্তের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাক্তন সাংসদের গোপণীয়তা ভঙ্গ করছে বলে দাবি করেন তাঁর আইনজীবী। সংবাদ মাধ্যমে তাঁর ব্যক্তিগত, স্পর্শকাতর, অসমর্থিত তথ্য প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়। এভাবে প্রাক্তন সাংসদকে অযথা তীর্যক শিকার এবং যে রায়ের শিকার তিনি এখনও পর্যন্ত হননি সেই সাজায় দণ্ডিত করা হচ্ছে বলে দাবি করা হয় আদালতে। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট।

তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন। কেন্দ্র সরকার তাঁদের বিরুদ্ধে সংসদে প্রাক্তন সংসদের তোলা অভিযোগে সরব হওয়ার কারণে তাঁর মুখ বন্ধ করতেই এজেন্সিকে ঠেলে দেওয়া হয়, বারবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এবার তদন্তের নামে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে প্রাক্তন সাংসদকে বিড়ম্বনার মুখে ফেলতে কসুর করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।