হেরোইন বিক্রির অভিযোগে এক মহিলা সহ ৩জন গ্রেফতার

0
1

জনবসতি এলাকায় বাড়ি ভাড়া করে রমরমিয়ে চলছিল হেরোইনের ব্যবসা। স্থানীয়রা ধরে ফেলতেই ভাড়াবাড়ির পাট তুলে ঠাঁই হল শ্রীঘরে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয় হাওড়ার ডোমজুড়ের কাটলিয়া এলাকায়। ঘটনায় গ্রেফতার তিনজন।

স্থানীয় বাসিন্দাদের দাবি দিন ১৫ আগে কাটলিয়ার একটি বাড়িতে ভাড়া আসেন সোমা মণ্ডল নামে এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে সন্দেহজনক দুই যুবককে ওই মহিলার বাড়ির সামনে ঘুরতে দেখে স্থানীয়রা। প্রশ্ন করায় অসংলগ্ন উত্তর দেয় তারা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ডোমজুড় থানার পুলিশ এসে প্রশ্ন করতেই বেরিয়ে আসে সোমা মণ্ডলের বাড়ি থেকে মাদকের কারবারের কাহিনী। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বেশ কয়েক প্যাকেট হেরোইন। গ্রেফতার করা হয় সোমা মণ্ডল সহ শেখ আরিফ ও শেখ রোহান নামের ওই দুই যুবককে। পুলিশের হাতে থাকা অবস্থাতেই তাদের বেশ কয়েক ঘা চড়ও জোটে। ঘটনায় তদন্ত করে এর সঙ্গে কোনও চক্র জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।