২০০০ টাকার নোট বদলের লাইনে তোলাবাজি কংগ্রেসের, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল

0
23

নোট বদল করা নিয়ে রিজার্ভ ব্যাংকের (RBI) সামনে রণক্ষেত্র পরিস্থিতি। সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেস (TMC ) কর্মীরা। ধুন্ধুমার পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হলো রিজার্ভ ব্যাংকের মেইন গেট।

সূত্রের খবর, ২০০০ টাকার নোট বদলের লাইনে তোলাবাজি করছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্থানীয় মহিলারা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন টাকার বদলের জন্য কিন্তু সন্তোষ পাঠকের অনুগামীরা মাথাপিছু ২০০ টাকা করে তোলা চাইতে আসেন এখানে। ঘটনার কথা জানতে পেরে তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রতিবাদ করতে গেলে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা তাঁদের উপর চড়াও হন। রাস্তায় ফেলে ঘাসফুল শিবিরের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি চোট পান লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও। ঘটনার জেরে অবরুদ্ধ বিবাদী বাগের রাস্তা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মাথা ফেটেছে, কিছু মানুষ গুরুতর জখম হওয়ায় তাঁদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।