শীতের ইনিংস শেষে রাজ্যে ফিরছে গরম (Summer)। আর গ্রীষ্মের মরসুমে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা (Electricity) স্বাভাবিক রাখার বিষয়টি সুনিশ্চিত করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Govt of West Bengal)। আর সেই নির্দেশ মেনেই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার দায়িত্বপ্রাপ্ত সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। পাশাপাশি বৈঠকে বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিধাননগরের বিদ্যুৎ ভবন থেকে ভার্চুয়ালি রাজ্য বিদ্যুৎ সংস্থার সব আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে কালবৈশাখীর কথা মাথায় রেখে বিদ্যুতের খুঁটি, তার , কন্ডাকটর-সহ সমস্ত সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এদিনের তিনি মনে করিয়ে দেন কালবৈশাখী ও প্রাকৃতিক দুর্যোগের সময় জনসাধারনের নিরাপত্তার বিষয়টিও।











































































































































