ধষর্ণের অভিযোগে সাড়ে চার বছরের জেল হল ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের। আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। বার্সেলোনার এক নাইটক্লাবে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে দানির বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার রায় দিল স্পেনের আদালত। সেখানে আলভেজকে দোষী সাব্যস্ত করল স্পেনের আদালত। যদিও এই শাস্তির বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারবেন আলভেজ।
২০২২ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল আলভেজের বিরুদ্ধে। আলভেজ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নাইটক্লাবের শৌচালয়ে ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে আলভেজের ওপর। গত বছর ২০ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। আলভেজ জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেয় আদালত ।

এরপর বার্সেলোনার পুলিশের তরফে জানানো হয়েছিল, ২ জানুয়ারি তাদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন এক মহিলা। তিনি জানিয়েছিলেন যে, আলভেজ তাঁকে আপত্তিকর ভাবে ছুঁয়েছেন। পুলিশের কাছে করা রিপোর্টে বলা হয় যে, ওই মহিলার প্যান্টের ভিতরে হাত ঢোকান আলভেজ। আর এদিন সেই মামলার রায় দিল স্পেনের আদালত।
আরও পড়ুন- ঘোষণা হয়ে গেল আইপিএল-এর সূচি, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর



 
 
 
 


































































































































