উৎসাহ যোগাতে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই নিয়েই পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ কর্তৃপক্ষ। ভারতবর্ষে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে এই ধরনের উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, রাজ্য সরকারের অধীনস্থ কোন স্কুল থেকে কত জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই তথ্য আপলোড করতে হবে পর্ষদের পোর্টালে। এরপর পর্ষদ সেই টাকা দেবে। ২০২৪ সাল থেকেই এই বিষয়টি প্রথম চালু করা হল।

পর্ষদের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানের জন্য এবার স্কুলগুলো আবেদন করতে পারে। সমস্ত সফলভাবে পরীক্ষায় বসা নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটা বরাদ্দ। ২০২৪ এর পরীক্ষার্থীদের জন্যই এটা বরাদ্দ। শীঘ্রই এনিয়ে অনলাইন পোর্টাল আনবে পর্ষদ। অনুদানের জন্য পোর্টালে আবেদন করা যাবে। পোর্টালটি খোলার পর থেকে ৪৫দিন খোলা থাকবে। সময়ের মধ্যে যে স্কুলগুলো প্রয়োজনীয় তথ্য ওই পোর্টালে জমা করবে তারা এই অনুদান পাবে।

মূলত মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ব্যাপারে উৎসাহ দিতেই বিশেষ ভাতা চালু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকমতো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হতে পারে, তার জন্যই স্কুলগুলিকে টাকা দেওয়া হবে।
আরও পড়ুন- কথা রাখলেন অভিষেক, ২৫ ফেব্রুয়ারি মহেশতলা জল প্রকল্পের উদ্বোধন



































































































































