ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী ডবল ইঞ্জিন রাজ্য বিহার (Bihar)। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে (Auto) ধাক্কা মারে ট্রাক (Truck)। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে আট যাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাশাপাশি ঘটনার পিছনে নীতীশ সরকারের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। বিহারের লখিসরাই জেলার ঝুলনা গ্রামের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, লখিসরাই এলাকার দিকে যাচ্ছিল যাত্রিবোঝাই অটোটি। অটোর ভিতরে ১৪ জন যাত্রী ছিলেন। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক এসে ধাক্কা মারে অটোয়। পুলিশের দাবি, গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই অটোয় ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের ফলে অটোয় থাকা আট যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকি ছ’জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যে পাটনার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। তবে ঘাতক চালক ও খালাসিকে গ্রেফতার করতে না পারলেও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।











































































































































