সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি নেতার স্ত্রীকে। তিনি নিজেও মহিলা মোর্চার কর্মী বলে জানা গেছে। দিনহাটার বুড়িরহাটের বিজেপি মহিলা কর্মী একটি ভিডিও পোস্ট দাবি করেছেন, তাকে নাকি পিঠে বানানোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টি অফিসে গভীর রাতে ডেকেছিলেন। বিজেপি মহিলা কর্মীর দাবি করা এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী। আর এরপরেই ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, তার স্বভাব কিরকম তা দিনহাটার সাধারণ মানুষ ও মহিলারা জানেন। যে মহিলা এমন দাবি করেছেন তিনি তাকে কখনো দেখেনও নি। সবটাই সাজিয়ে বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে। লোকসভা নির্বাচনে হেরে যাবে বুঝেই এখন এ ধরনের নোংরা রাজনীতিতে নেমেছে বিজেপি।
বিজেপি মহিলা কর্মীর এই ভিডিও সেই দলের জেলা সভানেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। ভিডিও পোস্ট করা বিজেপির মহিলা কর্মীর বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও ভিডিওতে যে মহিলার ছবি দেখা গেছে সেই মহিলা বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে বুধবার বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের মহিলা কর্মীরা৷ মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা জানান, উদয়ন গুহ ও তৃণমূল কংগ্রেস নেতাদের কলঙ্কিত করতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করে নোংরা রাজনীতি করা হয়েছে৷ বিজেপির এধরনের রাজনীতির প্রতিবাদে পথে নেমেছে মহিলা তৃণমূল। তবে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ি ছাড়া এই মহিলা। তৃণমূল মহিলা সংগঠন যখন বিক্ষোভ দেখায় তখন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তৃণমূল কংগ্রেসের দাবি সবটাই সাজানো নাটক। তা প্রকাশ্যে চলে আসতেই মুখ লুকোতে বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়েছে সেই মহিলা বিজেপি কর্মী।
আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘উৎসাহ ভাতা’ দিতে পোর্টাল চালু করল পর্ষদ