ফের বড়সড় সাফল্য পুলিশের! ১২ ঘণ্টা কাটতে না কাটতেই ডেবরায় সস্ত্রীক চিকিৎসক খুনে গ্রেফতার ২

0
11

মঙ্গলবার ভরসন্ধেয় রোগী সেজে এসে সস্ত্রীক চিকিৎসককে (Doctor) খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার (Arrest) করল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ (Debra Police)। ঘটনার পর বারো ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশের জালে দুই অভিযুক্ত। সূত্রের খবর, খুনের পর তাড়াহুড়োর কারণে ফেলে যাওয়া মোটরবাইকের সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। তারই ফল মিলল হাতেনাতে। মঙ্গলবার সন্ধের এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার নতুন বাজার সংলগ্ন ভগবানবাসান এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম শেখ আলাউদ্দিন (৫৫) এবং হীরা বিবি (৪৭)।

এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ঝাড়েশ্বর সাউ এবং বান্টি মাহাতো। তাঁরা যথাক্রমে কেশপুর থানার বিশ্বনাথপুর গ্রাম এবং খড়্গপুর এলাকার বাসিন্দা। মূলত, আর্থিক লেনদেনের জেরেই এমন বড় দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। মঙ্গলবার ডেবরার নতুনবাজারের ভগবানবাসন এলাকায় নিজের বাড়িতেই খুন হন হাতুড়ে চিকিৎসক শেখ আলাউদ্দিন এবং তাঁর স্ত্রী হীরা বিবি। অভিযোগ, রোগী সেজে বাড়িতে ঢুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই চিকিৎসক দম্পতিকে। এদিকে জোড়া খুনের খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ডেবরা থানা ও ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। পুলিশ সূত্রে খবর, এদিন বাইকে করে দুই দুষ্কৃতী আলাউদ্দিনের বাড়ি এবং চেম্বারে রোগী সেজে আসেন। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে ওই চিকিৎসক এবং তাঁর স্ত্রীকে খুন করে দুষ্কৃতীরা। মৃতের ভাইপো শেখ আজহার বলেন, রোগী সেজে এসেছিল দু’জন। তারা খুন করে পালিয়ে গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।