প্রয়াত বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রেস ব্রেমে। তাঁর গোলেই ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছিলো পশ্চিম জার্মানি। মৃত্যুকালে আন্দ্রেস ব্রেমের বয়স হয়েছিলো ৬৩ বছর।
ব্রেমের মৃত্যু নিয়ে একাধিক জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রেমের। আর প্রাক্তন জার্মান ফুটবলারের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ফুটবল। শোকের ছায়া ফুটবল মহলে।
১৯৯০ বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে গোল করেছিলেন ব্রেমের, সেই গোলেই বিশ্বজয়ী হয়েছিল পশ্চিম জার্মানি। মূলত লেফট ব্যাক বা লেফট উইঙ্গারে খেলতেন ব্রেমের। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল অবধি পশ্চিম জার্মানির হয়ে খেলেছিলেন ব্রেমে। ১৯৮৪ ইউরো কাপের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। ক্লাবস্তরে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মত বড় ক্লাবে খেলেছেন তিনি।
আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী নয়, মহারাজ এগিয়ে রাখলেন এই তরুণ ক্রিকেটারকে








































































































































