কানাইপুরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! মাকেই থানায় নিয়ে গেল পুলিশ

0
2

সুমন করাতি, হুগলি

হুগলির কানাইপুর আদর্শনগর ( Aadarshanagar , kanaipur ) এলাকায় শিশু খুনের ঘটনায় নয়া মোড়। মৃত স্নেহাংশুর (Snehangshu Sharma) মাকে থানায় নিয়ে গেল পুলিশ। সূত্রের খবর জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় কানাইপুর ফাঁড়ির পুলিশ। আজই রহস্যের কিনারা হওয়ার সম্ভাবনা।

গত শুক্রবার ভর সন্ধ্যায় নিজের ঘরেই কুপিয়ে খুন হতে হয় এক চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মাকে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নিহত বালকের স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে মৃতের যে মারামারির ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে কোন যোগাযোগ আছে প্রাথমিক ভাবে কিনা তাও খতিয়ে দেখে পুলিশ। বাড়ির লোকের ওপরে সন্দেহ যাওয়ায় এবার স্নেহাংশুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলো।