চলতি সপ্তাহেই তলব! লালবাজারের হাত থেকে বাঁচতে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী

0
3

এবার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হয়ে মামলা লড়তে গিয়ে বড় বিপাকে পড়লেন আইনজীবী (lawyer) সূর্যনীল দাস (Suryanil Das)। সোমবারই তাঁকে নোটিশ পাঠিয়েছে লাল বাজার থানা (Lal Bazar Police Station)। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে কলকাতা পুলিশের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন কলকাতা পুলিশের নোটিশ পেয়েই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন ওই আইনজীবী। মঙ্গলবারই বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আইনজীবীর অভিযোগ, কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে তা নাকি পুলিশের তরফে চিঠিতে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীর দাবি, সন্দেশখালি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বলেই এমন পদক্ষেপ। আর সেকারণেই সোমবার চিঠি পেয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে মঙ্গলবার এই মামলায় তিনি হাই কোর্টের রক্ষাকবচ পান নাকি তাঁকে হাজিরা দিতে হয় সেদিকে নজর থাকবে। গত সপ্তাহে পুলিশি বাধা অমান্য করেই সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির প্রতিনিধি দল। এরপর পরিস্থিতি যাতে বেগতিক না হয় সেই আশঙ্কায় সায়েন্স সিটির কাছে আটকানো হয় দলবদলু বিরোধী দলনেতাকে। এরপরই শুভেন্দুর প্ররোচনায় হাই কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী সূর্যনীল।

এরপরই সোমবার ওই দিন ঠিক কী ঘটেছিল তা বিস্তারিত জানতেই আইনজীবীকে তলব করে হাজিরার নোটিশ দিল লালবাজার থানার পুলিশ।