ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল কোথায়? NCW-র চেয়ারপার্সনকে ধুয়ে দিলেন শশী পাঁজা

0
3

শুধু সন্দেশখালি (Sandeskhali) কেন, উত্তর দিনাজপুরের চোপড়া, মধ্য প্রদেশ, মণিপুরের ঘটনায় কোথায় ছিল জাতীয় মহিলা কমিশন (National Commission For Women)? সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে (Rekha Sharma) পাল্টা দিল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন সকালেই বিজেপির দেখানো পথে কলকাতায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। কলকাতার বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালিতে পৌঁছে তিনি। আর সেই ইস্যুতেই এবার গেরুয়া প্রতিহিংসার অভিযোগ তুলে মোদি সরকারের ‘গাজোয়ারি নীতি’র বিরোধিতা করলেন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। এদিন রেখা শর্মাকে বাংলায় আসার জন্য অভিনন্দন জানালেও বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে নারী নিরাপত্তার অভিযোগ তুলে সেখানে অন্তত একবার মহিলা কমিশনের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানালেন শশী। এদিন রেখা আসার পরই দলের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি সাফ জানান, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যারা অভিযুক্ত তাদের ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। এছাড়াও সন্দেশখালির মানুষদের যে অভিযোগ ছিল তা খতিয়ে দেখে ইতিমধ্যে শুরু হয়েছে ক্যাম্প। যেখানে সধারণ মানুষের অভাব, অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে সমস্তরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য পুলিশের ১০ জনের দল ইতিমধ্যে গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের অভাব ও অভিযোগের কথা শুনছেন। তবে মন্ত্রী শশী পাঁজা এদিন মনে করিয়ে দেন মহিলাদের উপর কোনওরকম অত্যাচার বা বিপদের ঘটনা সামনে এলে তৎপর রাজ্য। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের এটা জানা অবশ্যই দরকার।

তবে এখানেই শেষ নয় এদিন রেখা শর্মাকে শশী মনে করিয়ে দেন, উত্তর দিনাজপুরের চোপড়ার কথা। তিনি বলেন, কোলের সন্তান হারিয়ে মায়েরা কাঁদছেন। ঘটনায় বিএসএফের গাফিলতিকে কাঠগড়ায় তুলে সদ্য সন্তান হারানো মায়েদের অবস্থার কথা মনে করিয়ে দেন তিনি। শশী সাফ জানান, সেই সন্তান হারানো মায়েদের কথা শুনতে হবে তো রেখা জিকে। তাঁকে তো একবার চোপড়ায় যেতে হবে। পাশাপাশি এদিন ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে এক অন্তঃস্বত্বা মাকে ধর্ষণের পর তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ সামনে এসেছে। সেই প্রসঙ্গ মনে করিয়ে এদিন মন্ত্রী বলেন, এই ঘটনার পর মধ্য প্রদেশের ডবল ইঞ্জিন সরকার কী পদক্ষেপ নিয়েছে? এরপরই শশী কটাক্ষের সুরে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যে যখন মহিলাদের উপর চরম আক্রমণ হচ্ছে তখন জাতীয় মহিলা কমিশন সেকজানে কেন যাচ্ছে না তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন শশী। পাশাপাশি মণিপুরে যখন মহিলাদের উপর লাগাতার অত্যাচার চলছিল তখন সবকিছু জেনেও কেন সেখানে গেলেন না জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল? তবে এখানেই শেষ নয় এদিন সাক্ষী মালিকের এফআইআর নিতে মোদি সরকারের চরম ঢিলেমির অভিযোগ সামনে এনেছন শশী। মন্ত্রী এরপরই বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা আমরা যাকে পুজো করি সেই মা সারদাকেও ছাড়েনি। তাঁকে নিয়েও ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। এটা রেখা শর্মার নজরে এসেছে কী না তা নিয়েও প্রশ্ন করেন তিনি।