আগামিকাল, মঙ্গলবার চোপড়া (Chopra) যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরছেন তিনি। তারপর রাতেই দার্জিলিং মেলে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন, সেখান থেকে সড়কপথে চোপড়া পৌঁছনোর কথা রাজ্যপালের। মঙ্গলবার দিনভর চোপড়ায় থাকার কথা রাজ্যপালের।
বিএসএফের গাফিলতিতে অবৈধ নির্মাণের জন্য উত্তর দিনাজপুরের চোপড়ায় চারজন নিরীহ শিশুমৃত্যু হয়েছে। এই ঘটনায় চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? বার বার তোলা হচ্ছিল সেই প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং বিএসএফের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছিল রাজ্যপালকে।
তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকেও চোপড়ায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে। তাঁরা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।