রাজনৈতিক প্রতিহিংসায় বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রের মোদি সরকার। একশো দিনের কাজ করিয়েও টাকা দেয়নি তারা। এবার সেই টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তাতে আঘাত আনতে সহায়তা শিবিরে হামলা চালাল BJP। পদ্মা শিবিরের নেতাদের এই জমিদারি মানসিকতা নিয়ে তো দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন-
“দিল্লির জমিদাররা এবং তাদের একাংশ বাংলার মানুষকে চিরকালের বঞ্চনার মধ্যে আটকে রাখতে অনড়। এই জমিদারদের ১০ বছরের ক্রমাগত অন্যায়, যন্ত্রণার জবাব দিতে তাদের পাঠ শেখানোর সময় এসেছে এবার।”
The ZAMINDARS from Delhi and their MINIONS are adamant on keeping the people of Bengal in perpetual deprivation. It’s about time WE teach these ZAMINDARS a lesson for causing 10 YEARS of CONTINUOUS INJUSTICE, PAIN and WITHHOLDING what’s RIGHTFULLY OURS. https://t.co/vomI1T4eMT
— Abhishek Banerjee (@abhishekaitc) February 19, 2024
সোমবার, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগর-৬ গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রে নৃশংস হামলা চালায় বিজেপির গুন্ডাবাহিনী। সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া হয়। দুষ্কৃতীদের হাতে লাঞ্ছিত হলেন এক মহিলা। ঘটনায় নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি শুধু হৃদয়হীনভাবে বাংলার ২৪.৫০ লক্ষ মনরেগা শ্রমিকের মজুরি আটকিয়েই ক্ষান্ত নয়, তারা এখন বঞ্চিত শ্রমিকদের মজুরি বিতরণের উদ্যোগকেও বাধা দেওয়ার চেষ্টা করছে। অভিষেকের অভিযোগ, নিষ্ঠুর জমিদারদের মতো আচরণ করছে বিজেপির নেতারা।