গতকাল হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে আইএসএল-এ জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচে জয়ে ফিরলেও স্বস্তি পাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কারণ লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসি। তাদের বিরুদ্ধে এক গোলে জয় নিরাপদ নয় বলে মনে করছেন কুয়াদ্রাত। তবে দলের জয় খুব দরকার ছিলো বলে মনে করছেন তিনি।
শেষে কুয়াদ্রাত বলেন, “ ওরা পয়েন্ট তালিকার শেষে ছিল। ওদের কিছু হারানোর ছিল না। এই রকম দলের বিরুদ্ধে ১ গোলের ব্যবধান খুব একটা নিরাপদ নয়। তাই চিন্তায় ছিলাম। তবে শেষ পর্যন্ত যে জিতেছি সেটাই বড় কথা। এই জয় খুব দরকার ছিল।”
এদিকে হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। প্রথম ছয় দলের মধ্যে শেষ করার সুযোগ রয়েছে তাদের। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমরা হয়তো শেষ দিকে ছিলাম। কিন্তু আমরা কম ম্যাচ খেলেছি। তাই আমাদের উপরে ওঠার সুযোগ রয়েছে। সেটাই হয়েছে। প্রথম ছয় দলের মধ্যে শেষ করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই পরের ম্যাচগুলোতে নামব।
আরও পড়ুন-BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস