ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, ইংরেজদের হারাল ৪৩৪ রানে

0
1

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। এদিন রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ৪৩৪ রানে হারালো টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। ২১৪ রানে অপরাজিত তিনি। ৬৮ রানে অপরাজিত অভিষেক হওয়া সরহরাজ খান। বল হাতে দাপট রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৫ উইকেট। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২২ রানে। টেস্টের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তান্ডব চালান ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। ২১৪ রানে অপরাজিত তিনি। ৯১ রান করেন শুভমন গিল। ২৭ রান করেন কুলদীপ যাদব। ৬৮ রানে অপরাজিত সরফরাজ। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জো রুট, টম হার্টলি এবং রেহান আহমেদ। ৪৩০ রানে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। ১১ রান করেন জ্যাক ক্রোলে। ৪ রান করেন ডুকেট। ৩ রান করেন ওলি পপ। ৭ রান করেন জো রুট। ১৫ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৫ উইকেট নেন জাদেজা। ২ উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠে পড়েছে ভারত।রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে তারা উঠে এসেছে দুইয়ে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। শীর্ষে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে ইডেন ছাড়েন মনোজ