ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন যশস্বী জসওয়াল । রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। তাঁর রানের সুবাদেই ইংল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। আর দলের জন্য এই রান করতে পেরে উচ্ছ্বসিত যশস্বী । ফাঁস করলেন সাফল্যের রহস্য।
ম্যাচ শেষে যশস্বী বলেন, “ যেভাবে রোহিত ভাই আর জাড্ডু ভাই প্রথম ইনিংসে খেলেছিল সেটা দেখে শিখেছি। ওরা সেশন ধরে ধরে এগোচ্ছিল। তাড়াহুড়ো করছিল না। আমিও সেটাই করেছি।” এরপর যশস্বী আরও বলেন, “ শুরুতে পিচে বোলারেরা সাহায্য পাচ্ছিল। তাই ওদের সম্মান দিচ্ছিলাম। অযথা তাড়াহুড়ো করিনি। হাত জমে যাওয়ার পরে বড় শট খেলেছি। চতুর্থ দিন সকালেও বল ভাল হচ্ছিল। আমার পরিকল্পনা ছিল, আগে হাত জমিয়ে তার পরে বড় শট খেলব। সেটাই করেছি।”
যশস্বীর প্রশংসা করেছেন রোহিত শর্মাও। তিনি বলেন, “ অনেক কথা বলেছি ওকে নিয়ে। সাজঘরের বাইরেও ওকে নিয়ে অনেকে কথা বলে। ওকে নিয়ে প্রচুর কথা বলতে চাই না। সবে কেরিয়ার শুরু করেছে। এখনও অনেক দূর যাওয়া বাকি।“
আরও পড়ুন- তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে দুরমুশ করে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?