এবার জেলায় জেলায় সরকারি ‘বিগ বাজার’ চালু করতে চলেছে রাজ্য সরকার। আসলে স্বনির্ভর গোষ্ঠীর পাশে থেকে মহিলাদের রোজগারের পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার শুরু থেকেই মহিলাদের কর্মসংস্থানের ওপর বিশেষ নজর দেওয়ার কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। তারই অঙ্গ হিসাবে সরকারের এই সিদ্ধান্ত।
রবিবার বীরভূমে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি বলেন, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক কাজ করেন। আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। আমরা সরকারের তরফে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব। প্রতিটা জেলায় একটি করে ‘বিগ বাজার’ তৈরি করা হবে। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র বিক্রি হবে। তাদের স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এককালীন তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন। ওয়াকিবহাল মহলের মত, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্তদের লাভ হবে তেমনই স্থানীয় ক্ষেত্রে কর্মসংস্থান এবং আর্থিক উন্নতির সম্ভাবনাও থাকছে।এলাকার আর্থিক উন্নয়ন হলে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবও কর্মসংস্থানের উপর পড়বে। সার্বিক দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- দেউচা পাঁচামির জমিদাতাদের নিয়োগপত্র ও ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রীর