নির্ধারিত সব অঙ্ক মিলিয়ে দিয়ে নিজের কক্ষপথে পৌঁছে গেল ইসরো-র INSAT-3DS। শনিবার বিকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিকাল ৫.৩০ মিনিটে মহাকাশে পাড়ি দেয় ইসরোর রকেট নটিবয়। যা মূলত একটি জিএসএলভি (GSLV) রকেট। লোকসভা ভোটের আগে অবশেষে বিজ্ঞানের কাজে বরাদ্দ কেন্দ্র সরকারের। এতদিন আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট তৈরিতে শিল্পপতীরাই এগিয়ে আসতেন।

ভারতীয় বিজ্ঞানীদের তৈরি রকেটগুলির মধ্যে অন্যতম শক্তিশালী রকেট এই জিএসএলভি। এর মাধ্যমে বিভিন্ন ধরনের স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানো সম্ভব হয়, যেমন যোগাযোগ, দিক নির্দেশ, ভূপৃষ্ঠের সম্পদ খোঁজা ইত্যাদি।

শনিবার সেই জিএসএলভি-র কাঁধে চড়েই কক্ষপথে পৌঁছালো INSAT-3DS। বিকাল ৫.৩৫ মিনিটে রওনা দেয় নটিবয়। ৬.৩০ নাগাদ স্যাটেলাইটের কক্ষপথে পৌঁছানোর বার্তা দেয় ইসরো। মূলত ইসরোর পাঠানো INSAT-3D ও INSAT-3DR, এই দুই স্যাটেলাইটের তৃতীয় সংষ্করণ এই নতুন স্যাটেলাইটটি। ভূপৃষ্ঠ ও সমুদ্র পৃষ্ঠের আবহাওয়ার ধারণা দিয়ে প্রাকৃতিক দুর্যোগের কথা আগাম জানান দেবে এই স্যাটেলাইট। সমুদ্রের আবহাওয়া সংক্রান্ত যে সব তথ্য এতদিন পেতে সমস্যা হত তা দিতে পারবে এই স্যাটেলাইট। বায়ুমণ্ডলের উল্লম্ব ছবি পাওয়া যাবে এর মাধ্যমে। পাশাপাশি এই স্যাটেলাইটের মাধ্যমে খোঁজার কাজ ও উদ্ধার কাজেরও সাহায্য হবে।






































































































































