দক্ষিণবঙ্গের এডিজি পদে বদল আনা হল। বদল হয়েছে বারাসতের ডিআইজি পদেও। এই দুই পদের পুলিশকর্তাদের নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে সন্দেশখালি এলাকা।দক্ষিণবঙ্গের এডিজি পদে ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত। তাঁর জায়গায় সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রতিম এত দিন ছিলেন রাজ্য পুলিশের ট্র্যাফিক ও রোড সেফটির এডিজি ও আইজি পদে। সন্দেশখালি এলাকা বারাসত ডিআইজির নিয়ন্ত্রণাধীন। সেই বারাসতের ডিআইজি পদে থাকা সুমিত কুমারের জায়গায় দায়িত্ব পেয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। সুমিতকে ডিআইজি নিরাপত্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ভাস্কর আগে ছিলেন মালদহ রেঞ্জের ডিআইজি।
বছর দুয়েক আগে উত্তর ২৪ পরগনার বাগুইআটিতে দুই স্কুল পড়ুয়া খুন হয়েছিল। সেই ঘটনার পরই বিধাননগর পুলিশ কমিশনারেটের পদ থেকে সরানো হয়েছিল সুপ্রতিমকে।
তখন থেকেই রাজ্য পুলিশের ট্র্যাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে ছিলেন সুপ্রতিম। এবার তিনি দক্ষিণবঙ্গের দাযিত্ব পেলেন।






































































































































