বৃহত্তর জনস্বার্থে পেটিএম-এর লেনদেনের মেয়াদ বাড়ল ১৫ দিন, বিজ্ঞপ্তি জারি RBI-এর

0
1

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে গ্রাহকদের টাকা জমা বা টাকা তোলা সংক্রান্ত লেনদেন, গ্রাহকদের অ্যাকাউন্টে টপ আপ সংক্রান্ত কার্যাবলী বন্ধ করতে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল আরবিআই। এবার বৃহত্তর জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে সেই সময়সীমা বৃদ্ধি করল আরবিআই। ২৯ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে আরও ১৫ দিন অর্থাৎ সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।

প্রসঙ্গত, পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে লাগাতার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আরবিআইয়ের নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের অভিযোগ রয়েছে পেটিএমের বিরুদ্ধে। আরবিআই স্পষ্ট করে বলেছিল, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তারা। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না। তবে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ১৫ মার্চের পর নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না পেটিএম ব্যাঙ্ক। প্রিপেড, ওয়ালেট, ফাস্ট্যাগ-সহ বিভিন্ন পরিষেবাও বন্ধ হয়ে যাবে। তবে সুদ বা রিফান্ড যে কোনও সময় জমা হতে পারে। চালু থাকবে পেটিএমের ইউপিআই পরিষেবাও। ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন- সরফরাজের দুরন্ত ইনিংস, বাবা নওশাদ খানকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার