আজ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক!

0
1

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে দলের সাংসদ – বিধায়ক – জেলা সভাপতিসহ সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংগঠনের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকসভার রণকৌশল চূড়ান্ত করতেই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের সর্বস্তরে ঠিক কী বার্তা পৌঁছে দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

আজ বিধানসভা অধিবেশন চলার কারণে অভিষেকের নেতৃত্বে দুপুর তিনটে নাগাদ যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হল। ঠিক বিকেল চারটেতে শুরু হবে বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন অভিষেক। রাজ্য কমিটি-সহ জেলা ও ব্লক সভাপতিকেও এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। দুপুরের মধ্যেই বৈঠকের নির্দিষ্ট লিঙ্ক সকলের কাছে পৌঁছে যাবে। ৩টের মধ্যেই সেই লিংকে ক্লিক করে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে বলে তৃণমূল সূত্রে খবর।