ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জীবন যুদ্ধে হার! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। মধ্যরাতে হাওড়ার এক হাসপাতালে মৃত্যু হয় ভগবানগোলার তৃণমূল বিধায়কের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আইনজীবী, রাজনীতিক ছাড়াও পারিবারিক বেকারি ব্যবসার শরিক ছিলেন ইদ্রিশ আলি। রেখে গেলেন স্ত্রী ও তিন সন্তানকে। অসুস্থতার জন্য ইদানিং রাজনৈতিক কর্মসূচিতেও কম দেখা যাচ্ছিল ইদ্রিশ আলিকে। সম্প্রতি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। আজই শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিধায়কের।
পেশায় আইনজীবী ইদ্রিশ তৃণমূলের জন্মলগ্ন থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ২০১৪ সালে বসিরহাট থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হন। এরপর দল তাঁকে আর সাংসদ পদের টিকিট দেয়নি। তাঁকে বিধানসভা ভোটে দাঁড় করানো হয়। করোনার সময় থেকেই ইদ্রিশ আলির অসুস্থতা বাড়ছিল। একুশের বিধানসভা নির্বাচনে ভগবানগোলা কেন্দ্রের প্রার্থী হন তিনি। অসুস্থতার কারণে তাঁকে সেভাবে প্রচারে দেখা যায়নি। তা সত্ত্বেও লক্ষাধিক ভোটে সেখান থেকে জিতে বিধায়ক হন ইদ্রিশ আলি। যদিও অসুস্থতার কারণে বিধানসভা অধিবেশনেও নিয়মিত যোগ দিতে পারতেন না তিনি। বর্ষীয়ান বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল। এদিন শেষকৃত্যর আগে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় নিয়ে আসা হবে ইদ্রিশ আলির মরদেহ।