মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও (HS exam) পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার (Belgharia North 24 Parganas) ঘটনা। প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন পরীক্ষার্থী। পরীক্ষা বাতিল অভিযুক্ত পরীক্ষার্থীর। প্রথমদিন বাতিল হল তিন পরীক্ষার্থীর পরীক্ষা।

শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া পদক্ষেপ সংসদের। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না।জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া এলাকার একটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গিয়ে শিক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলতেই তা নজরে আসে সংসদ-এর। তড়িঘড়ি চিহ্নিত করে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট কেন্দ্রের কাছেও জবাব চাওয়া হয়েছে।
তবে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস না, মোবাইল নিয়ে ঢোকার কারণেও পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। মোবাইল নিয়ে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা উচ্চমাধ্যমিকের প্রথমদিনই বাতিল হল।


 
 
 
 



































































































































