জেলায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন! রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

0
1

জেলায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কোনও জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে শুক্রবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেই বৈঠকেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে। আগামী ২৪ শে ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে তিনি সশরীরে বৈঠক করবেন বলেও জানা গেছে।

সূত্রের খবর, ভোটের আগে বিভিন্ন জেলায় যে সব অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। বিশেষ করে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে উত্তর ২৪ পরগনার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। শুক্রবার ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জেলাশাসকদের জানিয়েছেন এর আগে যে নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে উত্তেজনাপ্রবণ অতি উত্তেজনা প্রবণ বুথ থেকে শুরু করে জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের কাজে কতটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই নিয়ে আগামী ২৪ শে ফেব্রুয়ারি বিস্তারিতভাবে কমিশনকে দিতে হবে।এখনও পর্যন্ত যা অনুমান সেই মোতাবেক আসন্ন লোকসভা নির্বাচন ৭ দফাতেই হবে ধরে এগোচ্ছে কমিশন। এই রাজ্যে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হবার সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বৃহত্তর জনস্বার্থে পেটিএম-এর লেনদেনের মেয়াদ বাড়ল ১৫ দিন, বিজ্ঞপ্তি জারি RBI-এর