স্যালাইন নিয়েই আজ বিধানসভা অধিবেশনে যোগ দেবেন অসুস্থ ফিরহাদ!

0
1

আজ রাজ্য বিধানসভা অধিবেশন ( Assembly session)। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের সঙ্গে উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। দ্বিতীয়ার্ধে ঠিকা টেন্যান্সি বিল ও বাজেট বহির্ভূত খাতে খরচ সংক্রান্ত বিল পাশ করা হবে। সূত্রের খবর, হাসপাতাল থেকে সোজা অ্যাম্বুল্যান্সে করে বিধানসভায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন বিধানসভায় দ্বিতীয়ার্ধে পুর বিষয়ক দফতরের একটি বিল পেশ হওয়ার কথা। সেই বিলের আলোচনায় অংশ নিতেই হাতে স্যালাইন নিয়ে বিধানসভায় যাবেন ফিরহাদ।

আজও বাজেট সংক্রান্ত বেশ কিছু আলোচনা হবে রাজ্য বিধানসভায়। ঠিক সেই কারণে অসুস্থ ফিরহাদ এই অধিবেশনে অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা যায়। গত সোমবার আচমকাই পুরনিগমে নিজের দফতরে কাজ করার সময়ই অসুস্থ বোধ করলে মেয়রকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই থেকে তিনি সেখানেই রয়েছেন। বিধানসভা সূত্রে খবর দুপুর পৌনে দুটো নাগাদ বিল পেশ হওয়ার পর সেই আলোচনায় অংশ নেওয়ার পর আবার ঘণ্টা দেড়েকের মধ্যে হাসপাতালে ফিরবেন মন্ত্রী।