শুক্রবার সকালে নাকতলায় প্রোমোটার রাজীব দে (Rajib Dey) নামে এক ব্যক্তির ফ্ল্যাটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED) আধিকারিকরা। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে আজ রিয়েল এস্টেট ব্যবসায়ীর (Real Estate Businessman) বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।

আজ সকাল থেকে নাকতলার মোট তিনটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বাঁশদ্রোনি, বালিগঞ্জ মিলিয়ে মোট ৬ জায়গাতেও গেছে কেন্দ্রীয় এজেন্সি। প্রোমোটিং-এর মাধ্যমে শিক্ষা নিয়োগ সংক্রান্ত কোনও টাকা ব্যবহার করা হয়েছে কি না, সেটা খুঁজে বের করতেই এই অভিযান বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাজীব প্রায় ১০-১২ বছর ধরে এই রিয়েল এস্টেট ব্যবসায় রয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী ব্যবসায়ীর বাড়ি থেকে বেশকিছু নথি উদ্ধার করেছে ইডি।







































































































































