ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২০৭। টিম ইন্ডিয়ার থেকে ২৩৮রানে পিছিয়ে বেন স্টোকসের দল। প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ভারতীয় দল। ১১২ রান করেন রবীন্দ্র জাদেজা। বল হাতে নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৫০০ উইকেট নিলেন তিনি। ইংরেজদের হয়ে লড়ছেন বেন ডুকেট।
বৃহস্পতিবার খেলা শেষের সময় ভারতের হয়ে ক্রিজে ছিলেন জাদেজা এবং কুলদীপ যাদব। মনে করা হচ্ছিলো শুক্রবার ব্যাট হাতে দাপট দেখাবেন তাঁরা। তবে শুক্রবার শুরুতেই আউট হয়ে যাঞ্জাদেজা-কুলদীপ। ১১২ রান করেন জাদেজা। মাত্র ৪ রান করেন কুলদীপ। এরপর টিম ইন্ডিয়াকে রানের সংখ্যায় এগিয়ে নিয়ে যান অশ্বিন-ধ্রুব জুরেল জুটি। ৪৬ রান করেন ধ্রুব। ৩৭ রান করেন অশ্বিন। ২৬ রান করেন যশপ্রীত বুমরাহ। ভারতের ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট মার্ক উডের। দুটি উইকেট রেহান আহমেদের। একটি করে উইকেট জেমস অ্যান্ডারসন, টম হার্টলি এবং রুটের।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড শিবির। ১৫ রানে আউট হন জ্যাক ক্রোলে। ৩৯ রানে আউট হন ওলি পপ। ইংরেজদের হয়ে লড়ছেন বেন ডুকেট। ১৩৩ রানে অপরাজিত তিনি। ৯ রানে অপরাজিত বেন স্টোকস। ভারতের হয়ে একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিনের।
আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট







































































































































