এক জীবনে যত বেশি করে জগতটাকে দেখা সম্ভব সেটা দেখে ফেলতে হবে। ঠিক এই ভাবনাকে মনের মধ্যে প্রশ্রয় দিয়ে বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখা শুরু করেছিলেন লুইসা ইউ (Luisa Yu)। ১৯৪৪ সালে ফিলিপাইনে জন্ম, ১৯৬৭ সালে ২৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন লেখাপড়ার জন্য। কিন্তু সেই দেশে পৌঁছে বিশ্ব ভ্রমণের ইচ্ছে মাথাচাড়া দেয়। ইতিমধ্যেই ১৯৩টি দেশে ঘোরা হয়ে গেছে। তাঁর বয়স ‘মাত্র’ ৭৯, ইচ্ছা আছে আরও ৭টি দেশ ভ্রমণের!

সোনার কেল্লার ভুয়ো ভূ-পর্যটক মন্দার বোসকে মনে আছে? লালমোহনবাবু কে তিনি যতই বিশ্ব ভ্রমণের ভুলভাল গল্প শোনান না কেন, লুইসা কিন্তু গত ৫০ বছর ধরে সত্যি সত্যি বিশ্ব ভ্রমণ করে চলেছেন। যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫টি অঙ্গরাজ্য ঘুরে ফেলেন মাত্র তিন বছরের মধ্যে। নিজের পকেট থেকে টাকা খরচ করে ১৯৭০ সালে প্রথম জাপান ভ্রমণে যান এই মহিলা। বিভিন্ন পেশায় কাজ করে যেটুকু অর্থ সঞ্চয় করেন সবটাই এই ভ্রমণের কাজে ব্যয় করে ফেলেন।বয়সে বৃদ্ধ কিন্তু আদতে যৌবনা মানুষটির বর্তমান ঠিকানা মিয়ামি। নিজের ৭৯ বছর বয়সে সার্বিয়ায় পা রেখেছেন তিনি। এত উৎসাহ, অনুপ্রেরণা, জীবনী শক্তি পান কোথা থেকে? লুইসার উত্তর ‘স্বপ্ন দেখা থামালে চলবে না। স্বপ্ন দেখে যেতে হয়। আমি ঘুরতে চেয়েছি, সেই চেষ্টা ছিল তাই আমি সফল হয়েছি।’ এক জীবনে নানা ভাষা নানা জাতির মানুষের সংস্পর্শে আসতে পেরে নিজেকে পরিপূর্ণ মনে করেন এই ‘ভূ-পর্যটক’। তাঁর প্রিয় তিন দেশ ফিলিপাইন, ইটালি ও থাইল্যান্ড। লুইসার ইচ্ছে শক্তি আর অদম্য গতি, তাঁকে আরও বেশি করে বিশ্বের জানা-অজানা প্রান্তে পৌঁছে দিক, শুভকামনা জানালাম আমরাও।







































































































































