সরস্বতী পুজোর দিন থেকেই ঋতু পরিবর্তনের আমেজটা বেশ বোঝা যাচ্ছিল। ফাল্গুনের প্রথম দিনে কোকিলের ডাকে বসন্তের আগমন বার্তা, লক্ষীবারেও বেশ স্পষ্ট। বৃহস্পতিবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ, দুয়ারে হাজির বসন্ত। আজ কলকাতার (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দেখা দিয়েছে। কিন্তু কনকনে শীতের ফিরে আসার কোন সম্ভাবনাই নেই, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।
পুরুলিয়া এবং বাঁকুড়াতে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হলেও রাজ্যের বাকি জেলায় সেভাবে দুর্যোগ দেখা যায়নি। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বিকেলের দিকে দু এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশায় কিছুটা হলেও দৃশ্যমানতা কমেছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উল্টে রাতের দিকে বাড়বে গরম।