১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস এর অনেক স্মৃতি জড়িয়ে থাকে প্রিয় মানুষকে ঘিরেই। কলকাতা মানেই প্রেমের শহর। বাসন্তী রঙে সেজে উঠেছে আজকের তিলোত্তমা। ভালোবাসার দিন উপলক্ষে কলকাতার অ্যাক্রোপলিস মলে আয়োজন করা হয়েছিল ভ্যালেন্টাইন্স দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, সহযোগিতায় ছিল রেড এফএম। সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজন করা হয়েছিল ফ্যাশন শো এর। নানা বয়সের যুগলেরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। যুগলে এই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। পাশাপাশি আসন্ন চলচ্চিত্র “তিলোত্তমা” সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই দিন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এবং গায়ক ঈশান মিত্রের উপস্থিতিতে, আনুষ্ঠানিকভাবে অ্যাক্রোপলিস মলে সিনেমার ট্রেলারটি উন্মোচন করা হয়েছে।
মনোমুগ্ধকর রোমান্টিক সাজসজ্জায় সজ্জিত, অ্যাক্রোপলিস মল ভ্যালেন্টাইন সপ্তাহের সাত দিনের উৎসব বিশেষ ভাবে পালন করেছে, এর মধ্যে ছিল যুগলদের জন্য একটি চিত্তাকর্ষক সেলফি প্রতিযোগিতা। সকলে আনন্দে মেতে উঠলো প্রেম দিবসের উদযাপনে।