আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতই অধিনায়ক, জানিয়ে দিলেন বোর্ড সচিব

0
1

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, বুধবার এক অনুষ্ঠানে এসে এমনটাই জানেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। রোহিত শর্মা না হার্দিক পান্ডিয়া? কার হাতে যাবে নেতৃত্বের ভার? এই আলোচনার মধ্যে বুধবার জয় শাহ জানিয়ে দিলেন আসন্ন টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই।

এই নিয়ে বুধবার জয় শাহ বলেন, “গতবছর একদিনের বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জেতার পরেও আমরা আহমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-২০ বিশ্বকাপ জিতব।”

এরপরই বিরাট কোহলির প্রসঙ্গেও মুখ খোলেন জয় শাহ। তিনি কি খেলবেন টি-২০ বিশ্বকাপ? রোহিতের মতো তিনিও ২০২২ টি-২০ বিশ্বকাপের পর আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেননি। ব্যক্তিগত কারণে বিরাট সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর উত্তরে জয় শাহ বলেন, ‘‘আমরা এ নিয়ে দ্রুত কথা বলব কোহলির সঙ্গে।’’

আরও পড়ুন- হায়দরাবাদ ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল