মিলছে না খাবার, নেশা মুক্তি কেন্দ্র থেকে পালালো ১৮ জন আবাসিক

0
1

হাওড়ার ডোমজুড়ে বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের থেকে ১৮ জন আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দোতলার জানলা ভেঙ্গে পালানোর সময় একজন আবাসিক জখম হন। ওই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে আবাসিকদের বিরুদ্ধে অত্যাচার করা, খেতে না দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠছে। যদিও এই ঘটনায় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নেশা মুক্তি কেন্দ্রের নামে আবাসিকদের উপর অত্যাচারের অভিযোগ নতুন নয়। অনেক মানসিক হাসপাতালে এমন ঘটনা দেখা গেছে। এবার ডোমজুড়ের ঘটনায় পুলিশের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। জখম আবাসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।