খোদ কলকাতার অভিজাত আবাসনের ৩৭ তলা থেকে মরণঝাঁপ প্রৌঢ়ার

0
1

খোদ কলকাতার অভিজাত আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়া। আবাসনের সামনে থেকে উদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিনো হয়।

জানা গিয়েছে, মৃতার নাম সুমনা পাল (৫০)। স্বামীর নাম রদ্রপ্রসাদ বিশ্বাস। আনন্দপুরের একটি অভিজাত আবাসনে থাকতেন তাঁরা। বৃহস্পতিবার সকালে আবাসনের সামনে থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ।আবাসিকরা জানিয়েছেন, ৩৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন মহিলা। গোটা ঘটনার তদন্ত করছে আনন্দপুর থানার পুলিশ।