দাসপুরে দুর্ঘটনা, খুলে গেল চলন্ত বাসের চাকা! আহত কমপক্ষে ২৫

0
1

বৃহস্পতিবার সকালে দাসপুরে দুর্ঘটনা (Accident in Daspur)। উল্টে গেল ঘাটাল -পাঁশকুড়া (Ghatal Pashkura) রুটের চলন্ত বাস। দুর্ঘটনার জেরে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে খবর। সকাল সাতটা নাগাদ ঘাটাল থেকে ইটভাটা হয়ে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় আচমকাই বাসের চাকা খুলে যায়। বাসটি টাল সামলাতে না পেরে একেবারে পাল্টি খেয়ে যায়। জখম হন যাত্রীরা। এইসময় উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়িও নিয়ন্ত্রণ রাখতে না পেরে নয়ানজুলিতে পড়ে যায় বলে খবর। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতাল (Ghatal Block Hospital) ও দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।