দিঘার (Digha) সমুদ্র পাড়ে রাতে ঘোরাঘুরি করার ক্ষেত্রে এবার করা নিয়ম জারি করল প্রশাসন। সম্প্রতি দিঘায় এক পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেফতারও হন অভিযুক্তরা। কিন্তু সৈকত নগরীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। নারী সুরক্ষা (Women Safety) নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছিল ঠিক তখনই কড়া সিদ্ধান্ত নিল দিঘা পুলিশ (Digha Police)। এবার থেকে আর সারারাত সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করতে পারবেন না পর্যটকরা। এমনকি দোকানপাট বন্ধ রাখার বিষয়েও জারি হল নির্দেশিকা।

বাঙালির প্রিয় সমুদ্র ডেস্টিনেশন বলতে সবার আগে দিঘার কথাই মনে হয়। ছোটখাটো আউটিং থেকে হানিমুন কিংবা পারিবারিক ভ্রমণ বা অফিস পিকনিক , সবেতেই বাংলার এই সৈকত শহর প্রাধান্য পায়। কিন্তু এবার থেকে যখন তখন আর দিঘার সমুদ্র পাড়ে বসে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন না সাধারণ মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় দিঘা শহরে মাইকিং করে জানিয়ে দেয়া হয় যে গভীর রাত পর্যন্ত সমুদ্রের পাড়ে বসে থাকা যাবে না। রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়, তাঁরা যেন রাত্রিবেলা হোটেলের বাইরে না বেরোন। নিয়ম না মানলে শাস্তি পেতে হতে পারে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। বলাই বাহুল্য যে পর্যটকদের সুরক্ষার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।


 
 
 
 



































































































































