সংসদের দুটি স্ট্যান্ডি কমিটি থেকে এবার ইস্তফা দিলেন যাদবপুরের তারকা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ যাদবপুর কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ, বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন তিনি।
সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটি ও শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য করা হয় মিমিকে। কিন্তু চব্বিশের লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দুটি কমিটি থেকেই এবার ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংসদীয় এলাকার নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদও ছাড়েন মিমি। কেন?
এদিকে গত ৫ বছরে সংসদের মিমির উপস্থিতির হার শূন্য। এমনকী, নিজের সংসদীয় এলাকা যাদবপুরেও খুব একটা সময় দেননি অভিনেত্রী -সাংসদ, দলের অন্দরেই মিমিকে কেন্দ্র করে এমন অভিযোগ।