আগামিকাল, বৃহস্পতিবার যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মিমিকে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
লোকসভার আগে একের পর এক কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন মিমি চক্রবর্তী। বিষয়টি নজরে আসার পর হস্তক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো। এবার আলাদা করে মিমি চক্রবর্তীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ডেকেও পাঠিয়েছেন। বৃহস্পতিবার বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছেন। দুপুরে এই বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

প্রথমে রোগী কল্যাণ সমিতি এবং পরে সংসদীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর মিমি চক্রবর্তীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা নিষ্পত্তি করতেই তাঁকে ডেকে পাঠিয়েছেন দলনেত্রী, এমনটাই খবর তৃণমূল সূত্রে।
আরও পড়ুন- বিজ্ঞানের মডেল নিয়ে ‘অন্য’ সরস্বতী পুজো হুগলি কলেজিয়েট স্কুলে
২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ যাদবপুর কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ, বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন তিনি।

এরপর সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটি ও শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য করা হয় মিমিকে। কিন্তু চব্বিশের লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দুটি কমিটি থেকেই এবার ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংসদীয় এলাকার নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদও ছাড়েন মিমি।


 
 
 
 
































































































































